ajbarta24@gmail.com শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১

দুই মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সেলোনা, লেভানদোভস্কির পেনাল্টিতে জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০২ পিএম

সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। রাতে রায়ো ভায়োকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। এই জয়েই টেবিলের শীর্ষ অবস্থানে ওঠে কাতালান ক্লাবটি।

অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণে জমে ওঠে স্বাগতিক বার্সেলানা ও রায়ো ভায়োকানোর লড়াই। তবে ম্যাচের ২৬ মিনিটে নিজেদের ডি বক্সে ফাউল করে ভায়োকানো। পেনাল্টি পায় বার্সা।

স্পট কিক থেকে ২৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন রবার্ট লেভানদোভস্কি। ম্যাচের বাকি সময় উভয় দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও দুই গোলরক্ষকের বিরত্বে আর গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

এই জয়ে ২৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫১। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদেরও সমান ম্যাচে পয়েন্ট ৫১। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বার্সা। সমান ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর