বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে ইতিহাস গড়লেন পেসার তাসকিন আহমেদ। বিপিএলের ১১তম আসরের পঞ্চম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন দুর্বার রাজশাহীর হয়ে খেলতে নামা তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তিনি। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের নজির গড়েন তাসকিন। এতদিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে ইতিহাস গড়লেন পেসার তাসকিন আহমেদ।
বিপিএলের ১১তম আসরের পঞ্চম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন দুর্বার রাজশাহীর হয়ে খেলতে নামা তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তিনি। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের নজির গড়েন তাসকিন।
এতদিন বিপিএলের সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ২০২০ সালে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সের আমির।
স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নিলেন তাসকিন। তার আগে ইনিংসে ৭ উইকেট করে নিয়েছেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদরুস এবং নেদারল্যাসের অফ-স্পিনার কলিন অ্যাকারম্যান।
পেসার তাসকিন আহমেদের রেকর্ড বোলিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১১তম আসরে প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। আজ টুর্নামেন্টের পঞ্চম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন।
নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছিলো রাজশাহী। আর রংপুর রাইডার্সের কাছে ৪০ রানে হেরে বিপিএল শুরু করেছিলো ঢাকা।
বরিশালকে হারিয়ে হ্যাটট্রিক জয় রংপুরের
বোলার-ব্যাটারদের দারুণ নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স।
আজ টুর্নামেন্টে ষষ্ঠ ও নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর ৮ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় করা রংপুর। অন্যদিকে দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে বিপিএল শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে হারলো বরিশাল।
মন্তব্য করুন: