২০২৪ সালে সবচেয়ে বেশি গোল "অখ্যাত" ভিক্টর ইয়োকেরেসের। যাকে কদিন আগেও ফুটবল দুনিয়ায় তেমন কেউ চিনতো না। তাঁকে চেনানোর তোড়জোড় পরে মূলত চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করার পর। সেই ম্যাচের পর থেকে আলোচনার কেন্দ্রে আসলেও ইয়োকেরেস আলো ছড়াচ্ছিলেন আরও আগে থেকে। যার ফল হিসেবে ২০২৪ সালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করতে যাচ্ছেন ইয়োকেরেস। ট্রান্সফারমার্কেটের এক হিসাবে দে
২০২৪ সালে সবচেয়ে বেশি গোল "অখ্যাত" ভিক্টর ইয়োকেরেসের। যাকে কদিন আগেও ফুটবল দুনিয়ায় তেমন কেউ চিনতো না। তাঁকে চেনানোর তোড়জোড় পরে মূলত চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করার পর। সেই ম্যাচের পর থেকে আলোচনার কেন্দ্রে আসলেও ইয়োকেরেস আলো ছড়াচ্ছিলেন আরও আগে থেকে।
যার ফল হিসেবে ২০২৪ সালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করতে যাচ্ছেন ইয়োকেরেস। ট্রান্সফারমার্কেটের এক হিসাবে দেখা গেছে, এ বছর স্পোর্তিং লিসবনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ইয়োকেরেস গোল করেছেন ৫২টি।
আর জাতীয় দলের হয়ে ৭ ম্যাচে ইয়োকেরেসের গোল ১০টি। সব মিলিয়ে এ বছর ইয়োকেরেসের গোল ৬৩ ম্যাচে ৬২। গোল করার দিক থেকে ইয়োকেরেসের ধারেকাছেও নেই অন্যরা। এমনকি দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করতে যাওয়া আর্লিং হলান্ডও ইয়োকেরেসের চেয়ে পিছিয়ে আছেন ১৩ গোলে। হলান্ড এ বছর ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল করেছেন ৪৯টি।
এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল করার দিক থেকে এই শতকে ইয়োকেরেস আছেন চার নম্বর স্থানে। এই শতকে বছরে গোল করার দিক থেকে সুইডিশ স্ট্রাইকারের ওপরে আছেন রবার্ট লেভানডফস্কি (২০২১ সালে ৬৯ গোল), ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৩ সালে ৬৯ গোল) এবং লিওনেল মেসি (২০১২ সালে ৯১ গোল)।
শুধু গোল করাতেই নয়, সামগ্রিকভাবে নিজের পারফরম্যান্সের মধ্য দিয়ে চমক দেখিয়েছেন ইয়োকেরেস। যে কারণেই এরই মধ্যে শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে চলে এসেছেন ২৬ বছর বয়সী এ তরুণ। ইয়োকেরেসকে কেনার জন্য লিসবনের সঙ্গে আর্সেনালে রদর কষাকষির গুঞ্জনও এর মধ্যে সামনে এসেছে। এমনকি দলের ব্যর্থতা ঘুচাতে লিসবনের সাবেক কোচ রুবেন আমোরিম ইয়োকেরেসকে নিয়ে আসতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
দলবদলের বাজারে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে দৃশ্যপট। তবে সামনের দিনগুলোয় ইয়োকেরেসকে কেনার জন্য শীর্ষ দলগুলোর দ্বৈরথের বিষয়টি এখনই অনুমান করা যায়। ৪৬ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন হ্যারি কেইন। আর গত বছরের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো ৪৩ গোল নিয়ে আছেন চতুর্থ স্থানে।
মন্তব্য করুন: