ajbarta24@gmail.com শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
২০ পৌষ ১৪৩১

বিপিএল; রান বন্যার ১ম দিনে বরিশাল, রংপুরের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ০২:১২ এএম
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২:৩৯ এএম

ছবি সংগৃহীত

২৯ ছক্কার ম্যাচ দিয়ে শুরু বিপিএল ছক্কা উৎসবেই শুরু হলো একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ২৯টি ছক্কা। রাজশাহীর ছক্কা ১৪টি, বরিশালের ১৫টি। বিপিএল ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা দেখেনি কখনো। তবু অবশ্য নতুন রেকর্ড হয়নি। বরিশাল-রাজশাহী মিলে ছুঁয়েছে রেকর্ড। এর আগে আরেক

২৯ ছক্কার ম্যাচ দিয়ে শুরু বিপিএল

ছক্কা উৎসবেই শুরু হলো একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ২৯টি ছক্কা। রাজশাহীর ছক্কা ১৪টি, বরিশালের ১৫টি।

বিপিএল ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা দেখেনি কখনো। তবু অবশ্য নতুন রেকর্ড হয়নি। বরিশাল-রাজশাহী মিলে ছুঁয়েছে রেকর্ড। এর আগে আরেকটি ২৯টি ছক্কার ম্যাচও যে দেখেছে বিপিএল।

সেটিও খুব আগের কথা নয়। গত মৌসুমেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচে দুই দল মিলে ২৯টি ছক্কা মেরেছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৮টি ছক্কা মেরেছিলেন কুমিল্লার ব্যাটসম্যানরা; এর মধ্যে ১০টি মেরেছিলেন উইল জ্যাকস। রান তাড়ায় ১১টি ছক্কা মারতে পারে চট্টগ্রাম।

আজ বরিশাল-রাজশাহী ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী। বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এ ছাড়া এনামুল হক ৫টি, মাহমুদউল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন।

জয়ে টুর্নামেন্ট শুরু চ্যাম্পিয়ন বরিশালের

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল বুঝিয়ে দিয়েছে শিরোপা হাতছাড়া করতে চায় না তারা। বর্তমান চ্যাম্পিয়নরা তিন বছর পর ফেরা দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়ে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটা ছিল হাইস্কোরিং। রাজশাহী শুরুতে ১৯৮ রানের বিশাল লক্ষ্য দেয় তাদের। বড় এই লক্ষ্যে শুরুতে বিপদেই পড়ে গিয়েছিল বরিশাল। ৬১ রানে হারায় ৫ উইকেট! তার পর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দুটি দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন। দুই পাকিস্তানি তারকা শাহীন আফ্রিদির (২৭) সঙ্গে ৫১ ও ফাহিম আশরাফের সঙ্গে ৮৮ রানের ঝড়ো জুটিতে ১১ বল বাকি থাকতেই নিশ্চিত করেছেন জয়।

হার দিয়ে বিপিএল শুরু শাকিব খানের

একই উইকেটে দুই ম্যাচ এবং দুই ম্যাচেই ১৯০ এর ওপর স্কোর দেখেছে দর্শক। আজ বিপিএলের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট পুরোপুরিই ছিল ব্যাটসম্যানদের। সেটা এতটাই যে, প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ১৯৭ রান করেও জিততে পারেনি ফরচুন বরিশালের বিপক্ষে। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৯১ রান করে ৪০ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। ঢাকাকে অবশ্য অলআউট করতে পারেনি তারা। ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৫১ রান করেছে থিসারা পেরেরার দল।

বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষে আছেন নায়ক শাকিব খানও। দলের প্রথম ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি, খেলা দেখেছেন প্রেসিডেন্ট বক্সে বসে। যদিও ক্রিকেট মাঠে নায়ক শাকিবের অভিষেকটা হলো হার দিয়ে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর