দুপুর ২টা থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের রাস্তা বন্ধ। অনলাইন থেকে কেনা টিকিটের মূল কপি বুধবার থেকে তুলে নিতে ছুটছেন দর্শকরা। সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও নিরাপত্তায় নিয়োজিত। মাঠে প্রবেশ করার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকরা। প্রতীক্ষায় আছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ্ আলী খানের গান শোনার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল’র
দুপুর ২টা থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের রাস্তা বন্ধ। অনলাইন থেকে কেনা টিকিটের মূল কপি বুধবার থেকে তুলে নিতে ছুটছেন দর্শকরা। সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও নিরাপত্তায় নিয়োজিত। মাঠে প্রবেশ করার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকরা। প্রতীক্ষায় আছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ্ আলী খানের গান শোনার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল’র ১১তম আসরকে সামনে রেখে উত্তাপ ছড়িয়ে দিতে আয়োজন করেছে মিউজিক ফিস্টের। সেখানে দেশের ছাড়াও অংশ নিচ্ছেন পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় মঞ্চে জুলাই বিপ্লবে আহতদের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
ক্রীড়া উপদেষ্টা বলেন, আপনারা দেখেছেন, এবারের বিপিএল-এ থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেয়ার উদ্যোগ নেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন- আমাদের এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএল-এ নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার কাছে উপভোগ্য হবে। এবারের বিপিএল’র উদ্বোধন ঘোষণা করছি।’ তবে ক্রিকেট বোদ্ধাদের প্রশ্ন হচ্ছে- এত উন্মদনার কনসার্ট ছাপিয়ে মাঠে বিপিএল’র চার-ছক্কার লড়াই জমবে তো!
বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আসিফ ইকবাল মনে করেন মাঠের ক্রিকেটের ভক্ত আর কনসার্টের দর্শক এক নয়। তিনি বলেন, ‘বিপিএল’র উন্মাদনা ছড়িয়ে দিতে এই কনসার্ট বিসিবি’র দারুণ আয়োজন। এটি দিয়ে বিপিএল জমবে কিনা সেটি পরিমাপ করা যাবে না। কারণ মাঠে যারা ক্রিকেট দেখতে আসেন তাদের আসল উন্মাদনাটাই আলাদা। একটা চার এক ছক্কা দেখলেই তারা আপ্লুত হয়ে পড়েন। তারা একটি টিকিটের জন্য পাগল হয়ে থাকেন। এখানে রাহাত ফতেহ্ আলীর গান যারা শুনতে আসবেন তারা আসলে ক্রিকেটের আসল ভক্ত নন। এখানে যারা এসেছেন তারা হয়তো ছবি তুলবেন মজা করবেন। কিন্তু যারা বিপিএল দেখতে আসবেন তারা তামিম ইকবাল, লিটনদের ব্যাটিং আর তাসকিনদের বোলিং দেখতে মাঠে আসবেন। আমি মনে করি মাঠের খেলা জমবে সুন্দর খেলা উপহার দিলে।’ অন্যদিকে নট আউট নোমানের এডিটর নোমান মোহাম্মদ মনে করেন কনসার্টে যেমন নজর দেয়া হয়েছে তেমনটা যদি মাঠ, উইকেট, অনুশীলন ব্যস্ততায় করা হয় সেটি আরও ভালো দেশের ক্রিকেটের জন্য। তিনি বলেন, ‘দেখেন কনসার্টকে ভালো উদ্যোগ বলবো। এতে বিপিএল’র যে উন্মাদনা তা ছড়িয়ে যাবে।
কিন্তু এত বছর ধরে বিপিএল নিয়ে যে অভিযোগ- সেগুলোর কোনো পরিবর্তনের আভাস আমরা পাইনি। এই কনসার্টে ৭ কোটি টাকা খরচ হচ্ছে। এমন পরিমাণ অর্থ যদি উইকেট তৈরির জন্য ব্যয় করা হতো যদি বিদেশ থেকে কিউরেটর এনে শুধু বিপিএলকে মাথায় রেখে এখানে মন দেয়া হতো সেটি ক্রিকেটের জন্য আরও ভালো হতো। অনুশীলন সুবিধা বাড়াতে মাঠ সংখ্যা বাড়ানো হয়েছে কি! কিংবা ফ্র্যাঞ্চাজিদের সুযোগ-সুবিধা বাড়াতে কোনোকিছু করা হয়েছে কি! এগুলোতে চোখ পড়ছে না- তাহলে এই কনসার্টের সাফল্য মাঠের খেলায় পড়বে না।’
অবশ্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য বিপিএল নিয়ে দারুণ আশাবাদী। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা যে ফাইনালি ২০২৫ এর বিপিএল’র খুব কাছাকাছি। খেলা শুরু হবে আপনারা সবাই জানেন ৩০ তারিখ। আজকে মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে, এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা- সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা যেন খুব ভালোভাবে অংশ নেয়।’
মন্তব্য করুন: