ajbarta24@gmail.com সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১

২৪ বছরে যা আর কেউ করতে পারেনি, তা করে দেখাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:১২ এএম

ছবি সংগৃহীত

এক দিনের ক্রিকেটে পাকিস্তান সর্বশেষ সিরিজ হেরেছিল গত জানুয়ারিতে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে। এরপর থেকে যেন সিরিজ হার কী জিনিস, সেটাই ভুলে গেছেন বাবর-রিজওয়ানরা। একে একে ওয়ানডে সিরিজ জিতেছে হারিয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ের বিপক্ষে। সর্বশেষ এ তালিকায় যোগ হলো দক্ষিণ আফ্রিকার নাম।

ক্রিকেট নিয়ে পাকিস্তান যতটা আলোচনায় থাকে, তার চেয়েও বেশি আলোচনায় থাকে নানান বিতর্কে। তবে এতসব বিতর্ক-আলোচনা-সমালোচনার মধ্যেও একটা বিষয়কে যেন ধ্রুব বানিয়েছে দেশটি - ওয়ানডেতে সিরিজ জয়। অন্তত গত দেড় বছরের পরিসংখ্যান সে কথাই বলে।

বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমরা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জয়ের পর গত বৃহস্পতিবার কেপ টাউনে ৮১ রানের জয় তুলে নেন রিজওয়ানরা। এতেই একটা রেকর্ডে উঠে যায় এশিয়ার দেশটির নাম।

বর্তমান শতকের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে তিনটি সিরিজ জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান। আর সব মিলিয়ে, ওয়ানডেতে সর্বশেষ পাঁচটি সিরিজেই জয়ী দলটির নামও পাকিস্তান।

পাকিস্তানের এ ইতিহাসের সঙ্গে রেকর্ড বইয়ে উঠেছে মোহাম্মদ রিজওয়ানের নামও। গত অক্টোবরে দেশটির সাদা বলের অধিনায়কের দায়িত্ব ওঠে এ উইকেটকিপার ব্যাটসম্যানের কাঁধে। অধিনায়ক হিসেবে রিজওয়ানের প্রথম মিশন ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। সে মিশনে সফল হন রিজওয়ান।

তাসমান পাড়ের দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারলেও পরবর্তীতে ওয়ানডে সিরিজ আসতেই যেন ছন্দ ফিরে পায় পাকিস্তান। সে ধারাবাহিকতায় রিজওয়ানের নেতৃত্বে জিম্বাবুয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতল দলটি। পাকিস্তান ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখালেন রিজওয়ান।

রবিবার সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দু'দল। উদ্দীপ্ত পাকিস্তানের কাছ থেকে হোয়াইট ওয়াশ এড়াতে পারে কী-না দক্ষিণ আফ্রিকা, এটাই দেখার বিষয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর