বাংলাদেশ দলে খেলার জন্য ফিফা থেকে ছাড়পত্র পেয়েছেন হামজা চৌধুরী। এখন আর লাল-সবুজ জার্সি গায়ে চাপাতে কোনও বাধা নেই তার। এমন সুখকর সময়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজের উচ্ছ্বাস আড়াল করতে পারেননি। এটাকে আনন্দের দিন বলে অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার সুখবরটি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তাবিথ আউয়াল লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশের ফুটবল ফ্য
বাংলাদেশ দলে খেলার জন্য ফিফা থেকে ছাড়পত্র পেয়েছেন হামজা চৌধুরী। এখন আর লাল-সবুজ জার্সি গায়ে চাপাতে কোনও বাধা নেই তার। এমন সুখকর সময়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজের উচ্ছ্বাস আড়াল করতে পারেননি। এটাকে আনন্দের দিন বলে অভিহিত করেছেন তিনি।
বৃহস্পতিবার সুখবরটি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তাবিথ আউয়াল লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য কিছু করতে পারা সব সময় আনন্দের। আমি আমার দায়িত্ব পালনের এই আনন্দটিই উপভোগ করতে চাই। বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য অতি আনন্দের একদিন আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনও বাধা নেই।’
তিনি আরও লেখেন, ‘ফিফার কাছ থেকে সর্বশেষ ছাড়পত্রটিও পেয়ে গিয়েছি আমরা। বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন হামজা চৌধুরী, মুখিয়ে আছেন গর্বের বাংলাদেশের জার্সি গায়ে তুলতে। নিজ দেশের হয়ে খেলায় আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি। নিজ ঘরে তোমাকে স্বাগত জানাই, হামজা।’
এর আগে বাফুফে সভাপতি বলেন, ‘হামজা বাংলাদেশের ফুটবলারদের জন্য নতুন করে প্রেরণা হবেন। আমরা শিগগিরই সমর্থকদের জন্য নতুন সব কিছু শেয়ার করবো। বিশেষ করে অফিসিয়াল ম্যাচ নিয়ে।’
মন্তব্য করুন: