ajbarta24@gmail.com সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৯ পৌষ ১৪৩১

আইসিসির সর্বশেষ প্লেয়ার র‌্যাঙ্কিং

বোলিংয়ে শীর্ষে আকিল, হাসান এগিয়েছে ৩৮ ধাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৯:১২ এএম

ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নতুন বলে আকিল হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার। বড় লাফ দিয়েছেন বাংলাদেশের হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান। গতকাল ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে হাসানের উন্নতি ৩৮ ধাপ।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নতুন বলে আকিল হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার। বড় লাফ দিয়েছেন বাংলাদেশের হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান। গতকাল ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে হাসানের উন্নতি ৩৮ ধাপ। মেহেদি এগিয়েছেন ১৮ ধাপ। তিন ধাপ এগিয়ে এই সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে এখন তাসকিন আহমেদ, অবস্থান ১৮তম।

তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন আকিল। পেছনে ফেলেছেন তিনি ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তিন লেগ স্পিনার আদিল রাশিদ (দ্বিতীয়), ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়) ও অ্যাডাম জ্যাম্পাকে (চতুর্থ)। কিংসটাউনে গত সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ১৩ রান দিয়ে ২ উইকেট নেন আকিল। এই পারফরম্যান্স তাকে নিয়ে গেছে র‌্যাঙ্কিংয়ে সবার উপরে। বাংলাদেশের ৭ রানে জয়ের ওই ম্যাচে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন হাসান। র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার নুয়ান থুশারার সঙ্গে যৌথভাবে ৪৭তম স্থানে আছেন এই পেসার। সফরকারীদের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন মেহেদি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে কেবল ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে এই অফ স্পিনার জেতেন ম্যাচসেরার পুরস্কার। এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে উঠে এলেন তিনি ২৩তম স্থানে। সেদিন ২৮ রানে ২ উইকেট নেন তাসকিন।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার উপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। উন্নতি হয়নি বাংলাদেশের কারও। তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে তাওহীদ হৃদয়; ৬ ধাপ পিছিয়ে যৌথভাবে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসের সঙ্গে আছেন ২৯তম স্থানে। এই সিরিজে অবশ্য খেলছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ৬ ধাপ এগিয়ে আছেন ১৯ নম্বরে। তার সতীর্থ রভম্যান পাওয়েলের অগ্রগতি ১০ ধাপ, অবস্থান ২২তম।

পাকিস্তান সিরিজে ভালো করে দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস ৬ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা দশে, আছেন নবম স্থানে। পাকিস্তানের বাবর আজম এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে। দলটির তরুণ ওপেনার সাইম আইয়ুব ৪৫ ধাপ উন্নতি করে এখন ৫৮ নম্বরে। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর