"আমি চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ গ্রহণ করতে চাই। বিশ্বকাপ জয় অবশ্যই সব খেলোয়াড়ের একটি স্বপ্ন যা আমিও পূরণ করতে চাই এবং সেই পথেই এগিয়ে যাচ্ছি, তবে তার আগে আল হিলালের হয়ে আমার ফিটনেস পুনরুদ্ধার করতে হবে" এভাবেই নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন নেইমার।
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি ফরাসি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে চান এবং ব্রাজিলকে শিরোপা এনে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে এর জন্য ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি।
সংবাদমাধ্যম ‘আরএমসি’কে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।
নেইমার ব্রাজিলের হয়ে ২০১৩ সালে কনফেডারেশন কাপ এবং ২০১৬ সালে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন। তবে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হন। এখন ২০২৬ বিশ্বকাপকে নিজের ‘শেষ নাচ’ হিসেবে দেখছেন নেইমার, যেখানে তিনি দেশের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন।
পূর্বের তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও চোট ও ভাগ্যের কারণে প্রত্যাশিত সাফল্য পাননি নেইমার। বর্তমানে ক্লাব ফুটবলে আল-হিলালের হয়ে খেললেও তার ভবিষ্যৎ নিয়ে ট্রান্সফার গুঞ্জন চলছে। ৩৪ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নামলে ‘সেলেসাও’-এর জন্য তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ সম্পদ।
মন্তব্য করুন: