ajbarta24@gmail.com সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৯ পৌষ ১৪৩১

ইংল্যান্ডে নিষেধাজ্ঞা, লঙ্কায় কোনঠাসা, হুমকিতে ক্যারিয়ার!

মুদ্রার উল্টোপিঠ দেখছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১২ পিএম

সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না বাংলাদেশ ক্রিকেটের একসময়ের এই পোস্টার বয়। রাজনীতিতে জড়িয়ে 'বিতর্কিত' এই সাবেক অধিনায়ককে আর কখনো খেলতে দেখা যাবে কি না, তা নিয়েও আছে সংশয়। এমন সময়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলে বেড়াচ্ছেন সাকিব। তবে সেখানেও তিনি স্বস্তিতে নেই।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আয়োজিত প্রতিযোগিতায় বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। চলতি মাসের শুরুর দিকে লাফবরো ইউনিভার্সিটিতে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হলে তা অবৈধ বলে প্রমাণিত হয়। সাকিবের বোলিং অ্যাকশন মূল্যায়নের পরে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইসিবি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বল হাতে নিতে পারবেন না সাকিব।
এর আগে, সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় আম্পায়াররা তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সমারসেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করেছিলেন তিনি। কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা রিপোর্ট দেওয়ায় সাকিবকে দিতে হয় পরীক্ষা। যে পরীক্ষায় বাঁহাতি টাইগার অলরাউন্ডার পাস করতে পারেননি।

যেদিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ, এ বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে সাকিবের এই নিষেধাজ্ঞা। তবে বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রিতে ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে, তিনিও কনুই ১৫ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন। পুনঃ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলাদেশি তারকা।

লঙ্কান লীগে কাঠগড়ায় দলে

এদিকে লঙ্কা টি-টেন সুপার লিগের দল গল মারভেলসের হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগে ফ্র্যাঞ্চাইজিটির মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সাকিবের দল গল মারভেলসের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হয়ে যায়। ওই দিনেই পাল্লেকেলে স্টেডিয়াম থেকে তিনি গ্রেপ্তার হন। সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, প্রেম ঠাকুরকে আটক করেছে লঙ্কান স্পোর্টস পুলিশ।
তবে মালিক গ্রেপ্তার হলেও লঙ্কা টি-টেন সুপার লিগে গল মারভেলসের খেলা সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হচ্ছে। আজ আসরের তৃতীয় দিনের প্রথম ম্যাচে সাকিবরা খেলতে নেমেছেন।

আবুধাবিতে নিষিদ্ধ টুর্নামেন্ট

শ্রীলঙ্কায় যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-টেন লিগে খেলেছেন সাকিব। তারও আগে খেলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগে। সেখানে লস অ্যাঞ্জেলেস ওয়েবস নামের একটি দলকে তিনি নেতৃত্বও দিয়েছেন। কিন্তু নানা ধরনের অনিয়মের কারণে সম্প্রতি সেই লিগকেই নিষিদ্ধ করেছে আইসিসি।


এভাবেই ক্রিকেট ক্যারিয়ার নানাভাবে বিতর্কে জর্জরিত সাকিব। বাংলাদেশে রাজনীতিতে সক্রিয় থাকার পর থেকে তাকে ঘিরে বিতর্ক চলছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারসহ অবস্থান করছেন সাকিব। অক্টোবরে মিরপুরে সম্ভাব্য বিদায়ী টেস্টেও অংশ নেননি তিনি। সবমিলিয়ে  সাকিবের ভবিষ্যৎ ক্যারিয়ারই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর