ajbarta24@gmail.com শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

নির্দোষ এমবাপ্পে; ধর্ষণ মামলায় অব্যাহতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১২ এএম

মুখোমুখি এমবাপ্পে

এমবাপ্পের প্রতিনিধিরা আগেই এই অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেন। এমনকি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারেও একই কথা বলেন এমবাপ্পে। অবশেষে রিয়াল মাদ্রিদ তারকার এই দাবিই সত্য প্রমাণিত হয়েছে। সর্বশেষ খবর হচ্ছে, সুইডিশ কৌঁসুলিরা এমবাপ্পেকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন। পাশাপাশি তদন্তপ্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।

গত অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দল থেকে ছুটি পেয়ে দুই দিনের জন্য সুইডেনের স্টকহোমে ঘুরতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ঘুরতে যাওয়া কাল হয় তাঁর জন্য। ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে এমবাপ্পের বিরুদ্ধে। শুরু হয় তদন্তও।

সে সময় সুইডিশ কৌঁসুলিরা ধর্ষণের অভিযোগে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করলেও সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি। তবে একাধিক সুইডিশ সংবাদমাধ্যম, রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হওয়ার কথা নিশ্চিত করে। 

কিন্তু এমবাপ্পে ও তার প্রতিনিধিরা বরাবরই এই অভিযোগ অস্বীকার করতে থাকেন। আর এখন তাদের সেই দাবীই সত্য প্রমাণিত হলো। এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় এমবাপ্পের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাঁদের কাছে নেই।


সিরাকোভা বলেন, ‘তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।’

পাশাপাশি সেই পরিচিত ব্যক্তি, অর্থাৎ এমবাপ্পের কোনো ধরনের অপরাধে সংশ্লিষ্ট না থাকার কথাও নিশ্চিত করেছেন তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর