ajbarta24@gmail.com সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৯ পৌষ ১৪৩১

মেসি-রোনালদোহীন ফিফপ্রো একাদশ ১৭ বছর পর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪ ১১:১২ এএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১:১১ এএম

ফাইল ছবি

মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি ২০০৬ সালের পর প্রথম। মেসি সর্বোচ্চ ১৭ বার এই একাদশে জায়গা পেলেও দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার এই দলে জায়গা পান রোনালদো।

২০০৭ সালে শুরু হওয়া লিওনেল মেসির ফিফপ্রো একাদশে অন্তর্ভুক্তির ধারাবাহিকতা থেমেছে ২০২৪ সালে। টানা ১৭ বার বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া এই আর্জেন্টাইন মহাতারকা এবার বাদ পড়েছেন। পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত একাদশে এবার জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ছয় এবং ম্যানচেস্টার সিটির চার খেলোয়াড়।

৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়ালের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এবারের একাদশে তিনি ছাড়াও জায়গা পেয়েছেন আর্লিং হল্যান্ড, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র।

ফিফপ্রো একাদশ ২০২৪:

গোলকিপার: এডারসন (ম্যানসিটি)।

ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইনা (ম্যানসিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রদ্রি (ম্যানসিটি)।

ফরোয়ার্ড: আর্লিং হল্যান্ড (ম্যানসিটি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর