ajbarta24@gmail.com শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জিএসএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৭:১২ এএম

শিরোপার পাশে দুই অধিনায়ক

যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি বাংলাদেশের। সেমিফাইনালে গত শুক্রবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আবারো ফাইনালের মঞ্চে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ওইদিন শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে ভারতও। দুবাইয়ে আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ভারত। আসরে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় ফাইনাল। সর্বশেষ ২০২৩ সালের যুব এশিয়া কা

যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি বাংলাদেশের। সেমিফাইনালে গত শুক্রবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আবারো ফাইনালের মঞ্চে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ওইদিন শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে ভারতও। দুবাইয়ে আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ভারত। আসরে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় ফাইনাল। সর্বশেষ ২০২৩ সালের যুব এশিয়া কাপে ভারতকে সেমিফাইনাল থেকে বিদায় করেছিল মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ে পরে ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা উৎসব করে টাইগার যুবারা। এবারের ফাইনালে সেরাটা দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বিসিবি’র দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ফাইনালে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করবো। আমাদের সর্বশক্তি নিয়ে ইনশাআল্লাহ (ফাইনাল) যাবো। আমরা আমাদের জায়গায় সেরাটা দেয়ার চেষ্টা করবো।’ আসরে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন আজিজুল হাকিম তামিম। ৪ ম্যাচে তামিমের সংগ্রহ ২২৪ রান। গড় ১১২, স্ট্রাইক রেট ৮৪। এবারের এশিয়া কাপ আসরে তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি (১০৩) হাঁকান বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ কালাম সিদ্দিকীর। ৪ ম্যাচে কালামের রান ১৬১। ফাইনালে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলাদেশের বোলারদের। গত ম্যাচে পাকিস্তানকে ১১৬ রানে আটকে ফেলে মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, আল ফাহাদরা। অধিনায়ক আজিজুল হাকিম বলেন, ‘বোলাররা সবাই ভালো করেছে। ইমন, মারুফ, ফাহাদ ও রিজান, ওরা অনেক ভালো বোলিং করেছে। এজন্য ১১৭ রানে (১১৬) রানে ওদেরকে (পাকিস্তান) আটকে রাখতে পেরেছি। শুরুতে ওদের প্রতি বার্তা ছিল যে, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোবো, আমাদের ভুলগুলো কমাবো। আমরা সেটা করে দেখিয়েছি।’ বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমন গত ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। গত ম্যাচে ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নিজের ক্যারিয়ারসেরা চার উইকেটের দেখা পান তিনি। এবারের ১১তম যুব এশিয়া কাপের আসরে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের দুই পেসার আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন। দু’জনের উইকেটের সংখ্যা ১০। গত ম্যাচে ম্যাচসেরা হওয়ার পর ইকবাল হোসেন ইমন বলেন, ‘আজকের উইকেট (পাকিস্তানের বিপক্ষে) আসলেই ভালো ছিল। সহায়ক উইকেট, পেস বোলিং উইকেট। আমি আমার জায়গায় বোলিং করেছি, সফল হয়েছি। ফাইনালে বেশি কিছু পরিকল্পনা নেই। আমি আমার জায়গা থেকে ভালো বোলিং করার চেষ্টা করবো।’
বাংলাদেশ এশিয়া কাপের লড়াইয়ে শক্ত অবস্থানে থাকলেও তাদের চোখ রাঙাচ্ছে ভারত। ভারত অনূর্ধ্ব-১৯ দলের সদস্য বৈভব সূর্যবংশী বেশ কিছুদিন ধরে তার বয়স ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে ক্রিকেট মহলের আলোচনায় রয়েছেন। আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) কোটি টাকার নিলামে দল পেয়েছেন ১৩ বছর বয়সী বৈভব। চলতি যুব এশিয়া কাপে ৪ ম্যাচে তার সংগ্রহ ১৬৭ রান। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৩৬ বলে ৬৭ রানের ইনিংস। ৬টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।

সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল লীগের চ্যাম্পিয়ন রংপুর
প্রথমবারের মত অনুষ্ঠিত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। ফাইনালে সৌম্য সরকারের ব্যাটিং নৈপুন্যে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দল ভিক্টোরিয়াকে হারিয়ে জয় তুলে নেয় রংপুর।

প্রেসিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা রংপুরের শুরুটা হয় দারুণ। পাওয়ার প্লেতে মাত্র ৪০ রান তুললেও সৌম্য ও স্টিভেন টেলরের উদ্বোধনী জুটি তোলে ১২৪ রান। ৪৯ বলে ৪টি ছক্কা ও ৪টি চারের মারে ৬৮ রান করে আউট হন টেলর। এরপর সাইফ হাসান (৬) ও ওয়েন ম্যাডসন (১০) দ্রুতই সাজঘরে ফিরলে বড় লক্ষ্য গড়ে দেয়ার শঙ্কায় পড়ে যায় রংপুর রাইডার্স। তবে অপরপাশে তখনো টিকে ছিলেন সৌম্য সরকার। ভিক্টোরিয়া বোলারদের নাস্তানাবুদ করে ৫টি ছক্কা ও ৭টি চারের মারে দলকে এনে দেন ১৭৮ রানের বড় সংগ্রহ। তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত ৮৬ রানে। রান তাড়ায় নেমে ৩.২ ওভারে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় ক্রিকেট ভিক্টোরিয়া। এরপর রংপুরের বোলিং দক্ষতায় নিয়মিত উইকেট হারিয়ে ১৮.১ ওভারে দলীয় ১২২ রানে অলআউট হয়ে যায় অজি ফ্র্যাঞ্চাইজি দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন জো ক্লার্ক। রংপুরের হয়ে বল হাতে পুরো টুর্নামেন্টে জ্বলতে থাকা আমেরিকান স্পিনার হারমিত সিং এই ম্যাচেও শিকার করেন তিনটি উইকেট। শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন নেন দুইটি করে উইকেট।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর