মাত্র ৪২ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১৩.৫ ওভারেই লণ্ডভণ্ড হয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন। আর বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসের দেড় শ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।
আজকের আগে টেস্টে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল ৭১, ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে ৯টি দলেরই ৫০ রানের মধ্যে অলআউট হওয়ার ‘রেকর্ড’ ছিল এত দিন। বাকি ছিল টেস্টের নতুন দল আফগানিস্তান, জিম্বাবুয়ে (৫১ আছে) এবং শ্রীলঙ্কা।
আজ ডারবানের কিংসমিডে শ্রীলঙ্কাকে পঞ্চাশের কমে অলআউটের সেই বিব্রতকর তালিকায় ঢুকিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ডানহাতি পেসার মার্কো ইয়ানসেন ৬.৫ ওভার বল করে ১৩ রানে নিয়েছেন ৭ উইকেট, যা চলতি শতাব্দিতে দক্ষিণ আফ্রিকান পেসারদের মধ্যে সেরা। শ্রীলঙ্কার ১১ ব্যাটসম্যানের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শূন্য রানে আউট হয়েছেন ৫ জন।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ ছিল দ্বিতীয় দিন। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়ে বেশ স্বস্তিতেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু আনন্দ মিলিয়ে যেতে শুরু করে ব্যাটিংয়ের তৃতীয় ওভার থেকে। ওই ওভারের শেষ বলে কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন দিমুথ করুনারত্নে। পরের ওভারে ইয়ানসেন এসে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান পাথুম নিশাঙ্কা। তিন বলের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পথ ধরে শুরু হয় একের পর এক ব্যাটসম্যানের আসা–যাওয়ার খেলা।
মন্তব্য করুন: