গত বছরের ২৪ জুলাই ফাঁস হওয়া এক কলরেকর্ডে প্রকাশিত হয়েছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথন, যেখানে বলা হচ্ছে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামের উপর চাপানোর নির্দেশ ও সাংবাদিকদের ‘হাদিয়া’ দিয়ে ম্যানেজ করার পরামর্শ দেয়া হয়েছিল।
কলরেকর্ডে বিপু বলেছেন, জ্বালানি বিল নিয়ে ‘‘একদিনে কাভার করে ফেলছি ২৪ লাখ’’ এমন বক্তব্যের প্রেক্ষাপটে হামিদ জানান তিনি সাংবাদিকদের নিয়ে ঢাকায় ঘোরাচ্ছেন এবং ছবি তুলছেন। শেখ হাসিনা সেখানে বলেন, ‘‘আমি যা বলি শুনো, থোরাসা হাদিয়া দে দো,’’ এবং যদি প্রয়োজন হয় বিদ্যুৎ বন্ধের হুমকিও দেয়া হচ্ছে বলে কথোপকথনে ছড়ায়।
ফাঁস হওয়া এই কথোপকথন ঘিরে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়তে পারে বিশেষ করে সরকার ও বিরোধী দলগুলো যার ওপর অভিযুক্ত হচ্ছে তাদের মধ্যে উত্তেজনা তৈরির সম্ভাবনা রয়েছে। গণমাধ্যম ও স্বাধীন পর্যবেক্ষকরা এ রেকর্ডের সত্যতা পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য দাবি করতে পারেন। আইনগত ও নীতিগত দিক থেকেও এ ধরনের আলাপ প্রকাশ हुँदा সাংবাদিকদের স্বাধীনতা, সরকারি নির্দেশ–প্রভাব ও স্বচ্ছতার ওপর বড় প্রশ্ন ওঠে। জনমত গঠনে ও রাজনৈতিক দায়–দায়িত্ব নিরূপণে এই রেকর্ডের গুরুত্ব ততটাই স্পর্শকাতর।
মন্তব্য করুন: