যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস বৃহস্পতিবার Bangladesh’s missing billions, stolen in plain sight শিরোনামে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করেছে।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা দেশ থেকে পাচারের অভিযোগ উঠে এসেছে। তথ্যচিত্রে বিক্ষোভকারী, রাজনীতিক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বক্তব্য দেখানো হয়েছে।
তথ্যচিত্রে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠরা ব্যাংক ও বড় অবকাঠামো প্রকল্প নিয়ন্ত্রণ করে ঋণ ও সম্পদ নিজের স্বার্থে ব্যবহার করতেন। ব্যাংকিং খাতে কাল্পনিক ঋণ, হুন্ডি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ বিদেশে পাঠানো হয়। বিশেষভাবে যুক্তরাজ্যে বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলি বড় বিনিয়োগে জড়িত।
তথ্যচিত্রের সূত্রে অন্তর্বর্তীকালীন সরকার দেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে প্রমাণ সংগ্রহ ও বৈদেশিক সহযোগিতা ছাড়া সম্পদের ফিরতি কার্যক্রম কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন: