ঢাকার তরফ থেকে প্রত্যর্পণের অনুরোধ জানানোর মধ্যেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। বুধবার দিল্লিভিত্তিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অবশ্য ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। হিন্দুস্তান টাইমস জানিয়েছ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল।
নাম না প্রকাশ করার শর্তে সংশ্লিষ্টরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, শেখ হাসিনার ভারতে অবস্থানের সুবিধার্থেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে আশ্রয় দেওয়া হয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, তা নাকচ করে তারা জানান, ভারতে শরণার্থী বা আশ্রয় দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই।
প্রতিবেদনটিতে বলা হয়, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে তখনই প্রতিবেশি দেশটিতে তাঁর ভিসার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত মাসের ২৩ ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের অনুরোধ জানায় ঢাকা।
এদিকে ভারত ভিসার মেয়াদ বাড়ালেও বাংলাদেশ সরকার শেখ হাসিনাসহ আরও ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর মুখপাত্র আবুল কালাম আজাদ মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে জানান, "গুমের ঘটনায় জড়িত ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, আর জুলাই মাসের হত্যাকাণ্ডে জড়িত ৭৫ জনের, যার মধ্যে শেখ হাসিনারও পাসপোর্ট রয়েছে।"
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৬ জানুয়ারি দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনা ও তাঁর সহযোগী ১২ জনকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল।
২০০৯ সালে পিলখানায় ৭৪ জনের হত্যাযজ্ঞের তদন্তের অংশ হিসেবে তারা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান বলে জানিয়েছেন বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যর্পণে নয়াদিল্লির ওপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন: