ajbarta24@gmail.com রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১

ইফার নতুন ডিজি কে এই আব্দুস ছালাম খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪ ০১:১২ এএম

ফাইল ছবি

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনার আ: ছালাম খান। তিনি বিদায়ী মহাপরিচালক ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

জেলা জজ আঃ ছালাম খান ১৮তম বিসিএস এ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক 

প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলমকে ২২ সেপ্টেম্বর সরিয়ে দেয়া হয়। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়। এরপর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত, যেটি ৭টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা কার্যালয়, ৭টি ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এবং ২৯টি ইসলামিক প্রচারণা কেন্দ্রের সহায়তায় কার্যক্রমসমূহ বাস্তবায়ন করে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর