[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

মেক্সিকোর প্রেসিডেন্টকে জনসমক্ষে হেনস্তা ও চুমু দেওয়ার চেষ্টা; অভিযুক্ত গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:১১ পিএম

ছবি : সংগৃহীত

মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জনসমক্ষে হেনস্তার শিকার হয়েছেন। মঙ্গলবার রাজধানী মেক্সিকো সিটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার সময় এক ব্যক্তি তাঁকে পেছন থেকে চুমু দেওয়ার চেষ্টা করেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলার সময় ওই ব্যক্তি তাঁর কাঁধে হাত রাখেন এবং শরীর স্পর্শ করেন। শেনবাউম দ্রুত তাকে সরিয়ে দেন, পরে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। বুধবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জানান, ওই ব্যক্তি আরও নারীদের হয়রানি করেছেনএমন তথ্য পাওয়ার পর তিনি নিজেই অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, “একজন নারী হিসেবে আমি যা অনুভব করেছি, মেক্সিকোর অনেক নারীই প্রতিদিন একই অভিজ্ঞতার মুখোমুখি হন। যদি আমি অভিযোগ না করি, তবে অন্য নারীদের নিরাপত্তা কোথায়?”

এই ঘটনাটি প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছে। ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা দল দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারেনি। সরকার জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অভিযুক্তের আচরণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা যায় কি না, তা নির্ধারণ করা হবে।

গত বছর মেক্সিকোর ২৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ক্লদিয়া শেনবাউম।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর