[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

মামদানিকে ভোট না দেয়ার আহ্বান ট্রাম্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে ভোট না দিতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেছেন, যদি মামদানি নির্বাচিত হন তাহলে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন নিউইয়র্কে পৌঁছানো বন্ধ করা হবে। ৪ নভেম্বর সিএনএন জানায়, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বার্তা দেন।

রিপাবলিকান হলেও ট্রাম্প এবার সমর্থন দিচ্ছেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ট্রাম্প লিখেছেন, “আপনি কুওমোকে ভালোবাসুন বা না বাসুন, আসলে আপনার বিকল্প নেই। তাঁকেই ভোট দিতে হবে।”

তবে সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি স্পষ্ট লিডে আছেন। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী, মামদানি দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন কুওমোর চেয়ে। নিউইয়র্ক টাইমস-এর জরিপে দেখা গেছে, সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৩ শতাংশ মামদানিকে, ৩৩ শতাংশ কুওমোকে এবং ১৪ শতাংশ রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে সমর্থন করছেন।

৩৪ বছর বয়সি মামদানি নিউইয়র্কের তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত এবং শহরের মধ্যবিত্ত ও অভিবাসী জনগোষ্ঠীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এই নির্বাচনে তার অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

অন্যদিকে ৬৭ বছর বয়সি কুওমো দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ট্রাম্পের প্রকাশ্য সমর্থন তার প্রচারণায় নতুন মাত্রা যোগ করলেও, বিশ্লেষকদের মতে নিউইয়র্কের প্রগতিশীল ভোটাররা শেষ পর্যন্ত মামদানির পক্ষেই ভোট দিতে পারেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর