[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

‘কাঠগড়া’য় দাঁড়িয়ে ভুল স্বীকার করল রোহিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪ ১৮:১১ পিএম

সংবাদ সম্মেলনে রোহিত শর্মা

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শেষ হওয়া ঐতিহাসিক টেস্ট সিরিজের তিন ম্যাচে রোহিত শর্মার রান। রোহিত নিজে অবশ্য এই ইতিহাস ভুলে থাকতে চাইবেন। এত দিন প্রতিপক্ষ দলের স্বপ্নেও যা হয়তো উঁকি দেয়নি, সেটাই যে ঘটেছে তাঁর সঙ্গে, ভারতের সঙ্গে!

দায় রোহিতকে নিতে হতোই। ১৪৭ রান তাড়া করতে নেমে আজ তৃতীয় দিনে রোহিত যেভাবে আউট হয়েছেন, অন্য সিনিয়র ব্যাটসম্যানদের রান না পাওয়া—এসব প্রশ্ন তো উঠতই। গোটা সিরিজে মাঠে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলেও মাইক্রোফোনের সামনে অধিনায়কের মতোই দাঁড়ালেন রোহিত। মানে ভারতের এই ঐতিহাসিক বিপর্যয়ের দায় তুলে নিয়েছেন নিজের কাঁধে।

তাতে তিনটি কথা উঠে এসেছে—‘আমি নিজের সেরাটায় নেই’, ‘দল হিসেবে ব্যর্থ’ এবং ‘অনেক ভুল করেছি।’ভুল তো হয়েছেই। মুম্বাই টেস্টে ১৪৭ রান তাড়া করতে নেমে একপর্যায়ে ২৯ রানে ৫ উইকেট হারিয়েছে ভারত। ভাগ্যিস পাঁচে নামা ঋষভ পন্ত এরপর স্রোতের বিপরীতে মাথা তুলে দাঁড়িয়েছিলেন। নইলে ভারতকে হয়তো এক শ রানও করতে না পারার আরও গভীর লজ্জায় পড়তে হতো। ৫৭ বলে ৬৪ রান করা পন্ত যখন আউট হলেন, ভারতের হাতে ৩ উইকেট, জয় থেকে ৪১ রান দূরে। তারপর ২৫ রানের হার।

রোহিতের কি মনে হয়েছে, ইশ! চার–ছক্কার লোভে ওভাবে জোর করে পুল খেলতে গিয়ে যদি আউট না হতাম, তাহলে ম্যাচটা হয়তো এভাবে মুঠো ফসকে বেরিয়ে যেত না!

দলীয় ১৩ রানে ১১ বলে ১১ করে ভারতের প্রথম উইকেট হিসেবে আউট হওয়া রোহিত অবশ্য আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেছেন ম্যাচ–পরবর্তী পুরস্কার বিতরণীতে, ‘স্কোরবোর্ডে রানও তুলতে হবে। তখন আমার মাথায় এটাই ছিল। কিন্তু পরিকল্পনাটা কাজে লাগেনি, আর যখন এমন কিছু ঘটে, তখন সেটা ভালোও দেখায় না। ব্যাটিংয়ে নামার সময় কিছু ভাবনা তো থাকেই। কিন্তু এ সিরিজে সেসব কাজে লাগেনি। ব্যাপারটা হতাশার।’

রোহিতের দৃষ্টিতে দল হিসেবে ভারত ভালো ক্রিকেট খেলতে পারেনি। সব ভুল স্বীকার করেই তিনি বলেছেন, ‘টেস্ট ম্যাচ হার, সিরিজ হার, মোটেও সহজ বিষয় নয়, এমন কিছু যা সহজে হজম হয় না। তবে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। আমরা সেটা জানি এবং তা মেনেও নিচ্ছি। গোটা সিরিজেই নিউজিল্যান্ড আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। সিরিজে আমরা অনেক ভুল করেছি, এগুলো স্বীকার করতেই হবে।’

বেঙ্গালুরু ও পুনেতে হেরে সিরিজ আগেই খুইয়েছে ভারত। কিন্তু মুম্বাইয়ে নিজেদের প্রথম ইনিংস শেষে ২৮ রানের লিড পাওয়ার পর জয়ের লক্ষ্যটা তেমন কঠিন ছিল না। রোহিতের ভাষায়, ‘এই ম্যাচে ৩০ রানের (২৮ রান) লিড পাওয়ার পর মনে হয়েছিল একটু এগিয়ে আছি। লক্ষ্যটাও তাড়া করার মতো ছিল। শুধু নিজেদের কাজটা করতে হতো, যেটা দল হিসেবে আমরা পারিনি।’

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর