[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২

সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নয় : হরভজন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্ভাব্য দ্বিপাক্ষিক ম্যাচ নিয়ে ফের বিতর্কের আগুন জ্বালাল সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। ভারতের পাকিস্তানের বিপক্ষে খেলাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন তিনি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছেন এই স্পিনার।

হরভজনের মতে, রাজনৈতিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট ম্যাচ খেলা উচিত নয়। দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা এবং সীমান্তে চলমান উত্তেজনার কারণে গত এক দশক ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। 

কেবল বিশ্বকাপ বা এশিয়ান টুর্নামেন্টে সীমিত মাত্রায় মুখোমুখি হয় তারা। সম্প্রতি সাবেকদের টুর্নামেন্টেও ভারতীয় দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল। প্রাথমিক রাউন্ডের ম্যাচ না খেলার পর, সেমি-ফাইনালেও তারা অংশ নেয়নি।

টুর্নামেন্টে সাবেক ভারতীয় দলের সদস্য ছিলেন হরভজন সিং।

টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের বোঝা উচিত কোনটি গুরুত্বপূর্ণ, কোনটি নয়। আমাদের সেনারা সীমান্তে দিনরাত কাজ করছে, পরিবার থেকে দূরে রয়েছে, কখনো কখনো জীবন উৎসর্গ করছে। তাদের আত্মত্যাগের মূল্য অনেক। সেই তুলনায় ক্রিকেট একটি ছোট বিষয়। 

আমরা একটি ম্যাচ বাদ দিতে পারি না?’

হরভজন আরো বলেন, ‘সীমান্তে আমাদের সেনারা লড়ছে, দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে, আর আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি, এটি কখনো হতে পারে না। এই সমস্যাগুলি সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেটের গুরুত্ব তুলনামূলকভাবে খুবই ছোট। সবকিছুর আগে দেশ।’

তিনি দেশের প্রতি দায়িত্বের কথাও মনে করিয়ে দেন। ‘আমাদের পরিচয় যেটাই হোক, তা দেশের জন্য।

খেলোয়াড় হোক বা অভিনেতা, দেশের চেয়ে বড় কেউ নেই। দেশের দায়িত্ব পালন করা প্রত্যেকের কর্তব্য। দেশের তুলনায় ক্রিকেটের গুরুত্ব সামান্য।’

সীমান্তের সেনাদের আত্মত্যাগ উল্লেখ করে হরভজন সাংবাদিকদেরও অনুরোধ জানান। ‘আমাদের ভাইরা দেশ রক্ষা করছে, তাদের সাহসিকতা দেখুন। তারা কখনো ঘরে ফিরতে পারে না। অথচ আমরা এখানে ক্রিকেট নিয়ে মাতামাতি করছি। ক্রিকেটারদের উচিত নয় পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো। মিডিয়ায়ও তাদের প্রচার করা উচিত নয়। তারা নিজেদের দেশে যা বলছে, বলুক। আমাদের দেশে তা তুলে ধরা ঠিক নয়।’

সোর্স: কালের কন্ঠ 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর