[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

ব্যাটম্যানের গাড়ি কিনতে কত টাকা খরচ করলেন নেইমার?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ছবি : সংগৃহীত

আবারও শিরোনামে আসলেন নেইমার। এবার মার্ভেলের বিখ্যাত চরিত্র ব্যাটম্যানের গাড়ি 'ব্যাটমোবাইল' কিনেছেন ব্রাজিলিয়ান এই তারকা। এই গাড়ি কিনতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে সান্তোসের এই ফুটবলারকে।

নেইমারের যে গাড়ির কতটা শখ তা সবারই জানা। এবার সেই কালেকশনে আরও একটি গাড়ি যোগ হলো। ব্যাটম্যান চরিত্রের ৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়ার্নার ব্রাদার্সের বানানো মাত্র ১০টি বিশেষ সংস্করণের একটি এটি। এই ব্যাটমোবাইল গাড়িটি কিনতে নেইমারের খরচ হয়েছে ১৫ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি টাকা। তবে এই গাড়িটির আসল মূল্য ৩০ লাখ ডলার।

গাড়িটি ‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজিতে অভিনেতা ক্রিস্টিয়ান বেল ব্যবহার করেছিলেন। ব্যাটমোবাইলের গাড়িগুলো লম্বায় ৪.৬৫ মিটার আর চওড়ায় ২.৮ মিটার। স্টিলের মজবুত ফ্রেমে তৈরি এই গাড়ি মোড়ানো কার্বন ফাইবার আর কেভলার দিয়ে। ভেতরে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন, যাতে আছে ৫২৫ হর্সপাওয়ারের শক্তি।

মার্ভেল ক্যারেক্টারদের প্রতি নেইমারের ভালোবাসা নতুন কিছু নয়। নেইমারের পিঠে স্পাইডারম্যান ও ব্যাটম্যানের ট্যাটু করা আছে। এছাড়াও, ব্যাটম্যান সিনেমার খলনায়ক জোকারের জামা পরেও নেইমারকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতে দেখা গেছে। এবার ব্যাটমোবাইল কিনে মার্ভেল ক্যারেক্টারের প্রতি তার ভালোবাসা আরেকবার প্রমাণিত হলো।

সোর্স: সময়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর