নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে কীর্তি গড়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের হয়ে অপরাজিত ১৫৩ রানের ইনিংস খেলেছেন নিগার। নিগারের সেঞ্চুরি পাবার পর শতক হাঁকিয়েছেন উত্তরাঞ্চলের ওপেনার ফারজানা হক পিংকিও। অপরাজিত ১০২ রান করেছেন তিনি।
নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে কীর্তি গড়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের হয়ে অপরাজিত ১৫৩ রানের ইনিংস খেলেছেন নিগার।
নিগারের সেঞ্চুরি পাবার পর শতক হাঁকিয়েছেন উত্তরাঞ্চলের ওপেনার ফারজানা হক পিংকিও। অপরাজিত ১০২ রান করেছেন তিনি। নিগার-ফারজানার ইতিহাস গড়ার ম্যাচটি ড্র করেছে উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল। চার নম্বরে ব্যাট করতে নামা নিগার ২১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে হয়ে যান এদেশের নারী ক্রিকেটে সাদা পোশাকে ইতিহাসের অংশ। দলীয় ইনিংস ঘোষণার আগে ২৫৩ বলে ২০টি চার ও ২টি ছক্কায় ১৫৩ রানে অপরাজিত থাকেন নিগার। নিগারের পর নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নিলেন ফারজানাও।
সিলেটে এনসিএল টি-টুয়েন্টির ফাইনাল
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করে ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো। লিগ পর্বে ৭ ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয় মেট্রো। অপর দিকে মেট্রোর মত শতভাগ সাফল্য না পেলেও ৭ ম্যাচ খেলে ৫টি জয় ও ২টি হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলার যোগ্যতা অর্জন করে রংপুর।
প্রথম কোয়ালিফাইয়ারে রংপুরের কাছে ৪ উইকেটে হেরে যায় মেট্রো। এতে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে রংপুর। তবে প্রথমটিতে হারলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনা বিভাগকে ৩৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মেট্রো।
এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে আকর্ষনীয় প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা। রানার্স-আপ দল পাবে ১০ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবে ১ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলার পাবে ৫০ হাজার টাকা করে।
কিছু নতুন ক্রিকেটার খুঁজে বের করার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনালের আগ পর্যন্ত যা খেলা হয়েছে তাতে এমন উদ্যোগকে সফল বলা যেতে পারে। আক্রমণাত্মক ব্যাটিং পারফরমেন্সে নিজেদের ভবিষ্যত তারকা হিসেবে তুলে ধরেছেন জিশান আলম, আজিজুল হাকিম তামিমের মতো তরুণ ক্রিকেটাররা।
বোলিংয়েও ঝলক দেখিয়েছেন আহমেদ শরীফ ও ফাহাদ হোসেনের মতো তরুণরা। পাশাপাশি নাইম শেখ, কাজী নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি, আলাউদ্দিন বাবুর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও নিজেদের প্রমাণ করেছেন।
টুর্নামেন্টকে ফুটিয়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করেছে আয়োজকরাও। ঢাকায় ভিন্ন-ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে লোগো ও ট্রফি উন্মোচন করেছিলেন তারা। ফাইনালের আগে সিলেটের মাঠে দুই অধিনায়ককে নিয়ে ফটো সেশনের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারিত হওয়ায় টিভি পর্দায় চোখ ছিলো ক্রিকেটপ্রেমিদের। এখন জমজমাট ফাইনাল দিয়ে শেষটা রাঙাতে চান তারা।
মন্তব্য করুন: