[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ভিনিসিয়ুসই ফিফা দ্য বেস্ট; ঘুচলো ব্যালন ডি’অরের দুঃখ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪ ০০:১২ এএম

ফাইল ছবি

''পাইলাম, অবশেষে আমি ইহাকে পাইলাম''—ভিনিসিয়ুস জুনিয়র হয়তো এটাই ভাবছেন! ব্যালন ডি’অর পাননি বলে সে কি হতাশই না হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা। সেই হতাশা বা দুঃখ ঘুচিয়ে অবশেষে সেরার পুরস্কার জিতলেন ভিনি। ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের মুকুট মাথায় উঠেছে ভিনিসিয়ুসের। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে অসাধারণ ভূমিকা রাখায়ই পুরস্কারটি

''পাইলাম, অবশেষে আমি ইহাকে পাইলাম''—ভিনিসিয়ুস জুনিয়র হয়তো এটাই ভাবছেন! ব্যালন ডি’অর পাননি বলে সে কি হতাশই না হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা। সেই হতাশা বা দুঃখ ঘুচিয়ে অবশেষে সেরার পুরস্কার জিতলেন ভিনি।

ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের মুকুট মাথায় উঠেছে ভিনিসিয়ুসের। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে অসাধারণ ভূমিকা রাখায়ই পুরস্কারটি জিতেছেন তিনি।

গত মৌসুমে রিয়ালের হয়ে তিনি ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। ১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর নানা ফরম্যাটে রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনিও (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনি। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।
কে কোন পুরস্কার জিতলেন

বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র

বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি

বর্ষসেরা নারী কোচ: এমা হেইস

বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার

পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো

মার্তা অ্যাওয়ার্ড: মার্তা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা
সেরা কোচ: আনচেলত্তি
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

বর্ষসেরা পুরুষ দল

এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।

এক বছর পর আবার মার্তিনেজ
আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পুরস্কার–প্রবাহ এখনো শেষ হয়নি। ২০২২ সাল থেকে একের পর পুরস্কার পেয়েই যাচ্ছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে দারুণ ভূমিকা রাখা অ্যাস্টন ভিলার এই গোলকিপার।

২০২২ সালে ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পুরস্কারটি পাননি। তবে এক বছর বিরতির পর আবার পুরস্কারটি উঠেছে তাঁর হাতে। এর আগে ২০২৩ সালের পর এ বছরও জিতেছেন ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার।

ফেয়ার প্লে পুরস্কার মাইয়ার
ফিফা ফেয়ার প্লে পুরস্কার পেয়েছেন একজন ব্রাজিলিয়ান, থিয়াগো মাইয়া। ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে বন্যার সময় সাহসী ভূমিকা রাখার জন্যই তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ইন্টারনাসিওনালের মিডফিল্ডারের হাতে পুরস্কারটি তুলে দেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ১৯৯৪ বিশ্বকাপজয়ী বেবেতো।

টানা দুই ব্যালন ডি’অরের পর টানা দুই দ্য বেস্ট
সময় এখন যেন স্পেনের নারী ফুটবলার আইতানা বোনমাতির। ২০২৩ সালের পর ২০২৪ সালের নারী ব্যালন ডি’অর জিতেছেন তিনি। এবার টানা দ্বিতীয়বারের মতো জিতলেন ফিফা দ্য বেস্ট পুরস্কারও।

মার্তার নামে পুরস্কার মার্তার হাতে!
ব্রাজিলের নারী ফুটবলার মার্তা
ব্রাজিলের নারী ফুটবলার মার্তারয়টার্স
কী অবিশ্বাস্য আর অসাধারণ এক ব্যাপার! নিজের নামে প্রচলন হওয়া প্রথম পুরস্কারটি মার্তা নিজেই জিতলেন। ছেলেদের বর্ষসেরা গোলের জন্য যেমন পুসকাস অ্যাওয়াড, এবার থেকে মেয়েদের সেরা গোলের জন্য চালু করা হয়েছে মার্তা অ্যাওয়ার্ড।

আর নিজের নামে চালু হওয়া সেই পুরস্কার জিতলেন ব্রাজিলের কিংবদন্তি নারী ফুটবলার মার্ত নিজেই।

সেরা নারী কোচ এমা হেইস
যুক্তরাষ্ট্রের নারী দলের ইংলিশ কোচ এমা হেইস ফিফা দ্য বেস্টে বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন। সেরা গোলিকপারের পুরস্কার জেতা নায়েহারের মতো হেইসের এই পুরস্কার জেতায় বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রকে প্যারিস অলিম্পিকের সোনা জেতানো।

সেরা নারী গোলকিপার যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের গোলকিপার অ্যালিসা নায়েহার
বর্ষসেরা নারী গোলকিপারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের অ্যালিসা নায়েহার। যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলকে প্যারিস অলিম্পিকের সোনা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

পুসকাস অ্যাওয়ার্ড গারনাচোর
বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন ইতালির সাবেক ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো।

পুসকাস অ্যাওয়ার্ড পাওয়া গারনাচো রেকর্ড করা ভিডিও বক্তব্যে বলেছেন, ‘গোলটি বিশেষ ছিল এবং এটা আমি সব সময় মনে রাখব।’ ওভার হেড কিকে গোলটি তিনি করেছিলেন ইউনাইটেডের জার্সিতে। তবে সবকিছুর জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন গারনাচো।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর