[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

প্রবাসীদের জন্য ওমানের নতুন নিয়ম, থাকছে বিশেষ সুবিধা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম

সংগৃহীত ছবি

ওমানের সড়কে নির্দিষ্ট নিয়ম মেনে গাড়ি চালাতে হয় ড্রাইভারদের। থাকতে হয় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন বা লাইসেন্স। তবে বিদেশিদের মধ্যে যারা ওমানে ঘুরতে আসবেন সেসব পর্যটকের জন্য প্রচলিত বিধিমালা শিথিল করা হয়েছে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, বিদেশি ভিজিটররা এখন থেকে তাদের নিজেদের দেশে ইস্যু করা লাইসেন্স দিয়েই ওমানে গাড়ি চালাতে পারবেন।

অবশ্য ওমানে কর্মী হিসেবে থাকা প্রবাসীরা এই সুবিধার আওতা বহির্ভূত থাকবেন। গাড়ি চালানোর জন্য তাদেরকে অবশ্যই ওমানি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে। লাইসেন্স নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর।

তবে পর্যটকদেরও কিছু শর্ত মানতে হবে। তারা যে লাইসেন্স নিয়ে ওমানে প্রবেশ করবেন সেটির মেয়াদ ওমানে প্রবেশের দিন থেকে কমপক্ষে ৩ মাস বৈধ হতে হবে। আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

এই নিয়মের ফলে ওমানে ঘুরতে আসা বিদেশি পর্যটকেরা আরও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। এবং ভিজিট ভিসার মেয়াদের ৩ মাস বিশেষ এই সুবিধা ভোগ করতে পারবেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর