[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ মে ২০২৫ ১৮:০৫ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ আম উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে, তবে রপ্তানিতে দেশের অবস্থান তুলনামূলকভাবে নিম্ন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো রপ্তানি বাড়ানোর সম্ভাবনা দেখাচ্ছে।

এ বিষয়ে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামী মাসের শেষ সপ্তাহে কাতারের রাজধানী দোহায় প্রথমবারের মতো বাংলাদেশি আম মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে দেশটিতে ফল রপ্তানির নতুন দ্বার উন্মোচিত হবে। আয়োজকদের প্রত্যাশা, মেলায় ৫ লাখ কেজি ফল বিক্রি হবে।

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আগামী ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী এই মেলায় ৬০টি স্টল অংশগ্রহণ করবে। কাতারের রাজধানী দোহা, যা বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত সুক ওয়াকিফে অনুষ্ঠিত হবে। দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা স্বল্প খরচে মেলায় অংশ নিতে পারবেন। উদ্যোক্তারা মেলায় ভালো জাতের আম, বোম্বাই লিচু, কাঁঠাল ও জাম প্রদর্শন ও বিক্রি করতে পারবেন।

এছাড়া, কৃষি প্রক্রিয়াজাত কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য স্টল নিতে পারবে। এই মেলার আয়োজনে সহযোগী পার্টনার হিসেবে বাংলাদেশে এম্পিরিক রিসার্চ লিমিটেড কাজ করছে। বাংলাদেশ থেকে কোনো প্রতিষ্ঠান এই আম উৎসবে অংশ নিতে চাইলে এম্পিরিক রিসার্চ লিমিটেডের সার্বিক সহযোগিতা নিতে পারবে।

এ বিষয়ে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজী জানিয়েছেন, কাতার সরকারের সহযোগিতায় ২০২৫ সালে প্রথমবারের মতো কাতারে বাংলাদেশি আম মেলা আয়োজন করা হবে। কাতারের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুক ওয়াকিফে এই মেলা অনুষ্ঠিত হবে। এই উৎসবের লক্ষ্য হলো কাতারের ভোক্তা, আমদানিকারক এবং পরিবেশকদের কাছে বাংলাদেশের আম এবং আম সম্পর্কিত পণ্য ও অন্যান্য মৌসুমী ফলের অনন্য স্বাদ, সুগন্ধ, গুণমান এবং বৈচিত্র্য প্রদর্শন করা। এর মাধ্যমে বাংলাদেশি ফলের খ্যাতি এবং চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর