একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয়, এরপর বন্ধুত্ব এবং তারপর দুজনের মন দেওয়া-নেওয়া। চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায়, আলাদা হয়ে যান দেব-শুভশ্রী। ওপার বাংলার হিট এই জুটি নিয়ে দর্শকেরও আগ্রহ কম নেই।
দেব-শুভশ্রীর বহু আকাঙ্ক্ষিত সিনেমা ‘’। ২০১৫ সালে শুটিং করা এই ছবিটি ছিল এই জুটি অভিনীত শেষ সিনেমা। ৯ বছর ধরে মুক্তি আটকে থাকলেও উন্মুখ হয়ে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের ১৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
গতকাল ৪ আগস্ট সন্ধ্যা ৬টায় ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাসিমুখে হাজির হন দেব-শুভশ্রী। তাঁরা অনুষ্ঠানে এসে পৌঁছালে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে ওঠে।
দেব পরেছিলেন একটি কালো রঙের পোশাক, শুভশ্রীর পরনে ছিল একটি কালো রঙের গাউন। চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের দেখে আবেগে ভাসলেন দর্শকরা। সময়টা যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। যেন সত্যিই একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হলো।
মঞ্চে উঠেই দুইজনের বহুল আলোচিত সংলাপ শোনান দেব-শুভশ্রী। শুধু তাই নয়, ১০ বছর পর দুইজনের হাত মিলল হাতে। তাঁদের একসঙ্গে দেখে হাততালিতে ফেটে পড়ে গোটা হল।
দীর্ঘ আলোচনায় উঠে আসে সিনেমা শুটিংয়ের স্মৃতি কথা। এ অনুষ্ঠানে জানা যায় ১০ বছর আগে সামাজিক মাধ্যমের শুভশ্রীকে ব্লক করেন দেব। এদিন মঞ্চে বসেই আবারও দুইজনের ইনস্টাগ্রাম সংযুক্ত হন তাঁরা। তারপর এই মুহূর্তটাকে নিজের ফোনে ফ্রেম বন্দী করেন শুভশ্রী।
সোর্স: ঢাকা মেইল
মন্তব্য করুন: