[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

শাহরুখের স্টাইলেই এন্ট্রি, টিজারে আরিয়ানের চমক!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

কথায় আছে, বাপকা বেটা— আর বলিউডের দর্শকমহলে এখন এমনই আলোচনা। ওয়েব সিরিজ দিয়েই ডেবিউ হলো বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের; যেখানে বাদশাপুত্র এন্ট্রি দেন একেবারে বাবার চিরচেনা ভঙ্গিতেই।

সদ্যই প্রকাশ্যে এল আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’র ফার্স্ট লুক ও টিজার। আর তা দর্শকদের নজরে আসতেই আরিয়ানকে ‘ছোট বাদশা’ বলছেন কেউ কেউ। তবে শুধু অভিনয়ই নয়, এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজে।

ওয়েব সিরিজটির টিজারের শুরুতেই বাজতে দেখা যাচ্ছে ‘মহব্বতে’ ছবির সেই ভায়োলিনের টিউন ও দৃশ্য; সঙ্গে সেই সংলাপ ‘এক লাড়কি থি দিওয়ানি সি’। যা মনে করিয়ে দেয় বহু বছর আগের সেই ছবির কথা। 

টিজারের শুরুতেই প্রথমে রোম্যান্টিক দৃশ্য দেখালেও আরিয়ান এন্ট্রি নেওয়ার পরই ছবিটা বেশ অন্যরকম হয়ে যায়। কিছুটা রোম্যান্স আর কিছুটা অ্যাকশন। 

টিজার দেখার সঙ্গে সঙ্গে দর্শকমনে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে। গৌরী খান প্রযোজিত, আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে বলে জানা গেছে। তবে তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। 

সোর্স: Dhaka post  

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর