ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

‘জংলি’ সিনেমার রিমেক করতে চায় মালায়লাম-তেলেগু ইন্ডাস্ট্রি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫ ১৬:০৪ পিএম

সংগৃহীত

ঈদে মুক্তি পেয়েছে সিয়াম ও বুবলি অভিনীত সিনেমা ‘জংলি’। জংলির ট্রেইলার দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো দক্ষিণ ভারতীয় কোনো সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। তবে দর্শকের এই ভুল ভাঙল। কারণ জংলির রিমেক স্বত্ব কেনার আগ্রহ দেখিয়েছে মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। এটি জানিয়েছেন ছবির প্রযোজক জাহিদ হাসান অভি।

শুধু তাই নয় প্রযোজক জাহিদ আরও জানান, চলতি সপ্তাহের মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে যেতে পারে।

এ ব্যাপারে জাহিদ হাসান অভি বলেন, জংলি সিনেমার সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে। তিনি বলেন, পোস্ট প্রোডাকশনের সময় রাফকাট দেখে তারা সিনেমাটি নিয়ে আগ্রহ দেখিয়েছে।

তিনি বলেন, এর আগেও আমাদের সিনেমার ডাবিং ভার্সন বিভিন্ন দেশে গেলেও এবার তারা সরাসরি রিমেক স্বত্ব কিনতে চাইছে। চলতি সপ্তাহের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে। এরপর সেই প্রোডাকশন হাউজের সব তথ্য দিতে পারবো।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর