[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

মারা গেছেন ‘মুজিব’ ছবির নির্মাতা শ্যাম বেনেগাল

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:১২ পিএম
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪ পিএম

ছবি সংগৃহীত

ভারতীয় কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি ৯০ বছর বয়সে মৃত্যু হয়। বেনেগালের মৃত্যুর কথা ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন পরিচালকের মেয়ে পিয়া বেনেগাল। বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি–সংক্রান্ত সমস্যাও ছিল তার। শ্যাম বেনেগালকে ১৯৭০ থেকে ১৯৮০–এর দশকের ভারতীয় চলচ

ভারতীয় কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি ৯০ বছর বয়সে মৃত্যু হয়। বেনেগালের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন পরিচালকের মেয়ে পিয়া বেনেগাল। বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি–সংক্রান্ত সমস্যাও ছিল তার।

শ্যাম বেনেগালকে ১৯৭০ থেকে ১৯৮০–এর দশকের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হয়। তার সিনেমা যেমন শৈল্পিক আবেদনের জন্য সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে, তেমনি আলোচিত হয়েছে সাধারণ দর্শকের কাছেও। নিজেদের সিনেমায় বরাবরই ভারতীয় সমাজ নিয়ে বার্তা দিয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ ইত্যাদি।

শ্যাম বেনেগালের পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সিনেমাটি। ১৪ ডিসেম্বর ঘটা করে ৯০তম জন্মদিন পালন করেছিলেন শ্যাম বেনেগাল। ১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদের (বর্তমানে তেলেঙ্গানা) তিরুমলগিরিতে জন্ম হয় বেনেগালের।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর