[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে অব্যাহতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

২০১৮ সালের ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে একাধিক মিছিল শোডাউনের সময় পুলিশের গাড়ি পোড়ানো, ইটপাটকেল নিক্ষেপ বিশৃঙ্খলার অভিযোগে মামলাটি হয়। তবে তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ আসামিদের অব্যাহতির সুপারিশ করে। আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে সবাইকে দায়মুক্ত করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ছিলেন আফরোজা আব্বাস, কফিল উদ্দিন, নিপুণ রায় যুবদল-ছাত্রদলের নেতারা। মির্জা আব্বাসের আইনজীবী একেমিথ্যা মামলায় দেরিতে হলেও সুবিচারবলে মন্তব্য করেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর