[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত জোটের ভূমিধস জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ব্যাপক জয় পেয়েছে। বুধবার সকাল ৯টায় সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

২৮টি পদে নির্বাচনের মধ্যে ভিপি ও জিএসসহ ২৩টিতে জয়ী হয়েছে জোটের প্রার্থীরা। ভিপি পদে সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোটে জয়ী হয়েছেন। এছাড়া এজিএস পদে মহিউদ্দিন খান ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা জয়লাভ করেন।

প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ভিপি, জিএস ও এজিএস পদে যথাক্রমে ৫,৭০৮, ৫,২৮৩ এবং ৫,০৬৪ ভোট পান। নির্বাচন শেষে কর্মকর্তারা বলেন, ডাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক মডেল হিসেবে অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দৃষ্টান্ত হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর