পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করেছে ভারত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে উসকানিমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো কনটেন্ট প্রচারের অভিযোগে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে রয়েছে সংবাদমাধ্যম দ্য ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। আর নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট ও রাজি নামা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলা নিয়ে তাদের প্রতিবেদনের বিষয়ে ভারতীয়দের ‘তীব্র প্রতিক্রিয়া’ বিবিসির প্রধান জ্যাকি মার্টিনকে জানিয়ে দেয়া হয়েছে। ‘কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করেছে পাকিস্তান’, বিবিসি এমন একটি হেডলাইন করার পর ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে সতর্ক করেছে ভারত সরকার। এ হেডলাইনের প্রতিক্রিয়ায় বেশ কয়েকজন ভারতীয় সামাজিকমাধ্যম ব্যবহারকারী অভিযোগ করেছেন যে এ হেডলাইন যেন বলছে, ‘ভারত পর্যটকদের হত্যা করেছে’।
এনডিটিভি লিখেছে, ভারত থেকে কেউ এসব চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে তিনি একটি বার্তা পাচ্ছেন। তাতে লেখা রয়েছে, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সরকারি আদেশের কারণে বর্তমানে এ কনটেন্টটি এ দেশে অলভ্য রয়েছে।
সোর্স: বণিক বার্তা
মন্তব্য করুন: