একাকিত্ব কাটাতে অভিনব এক কৌশল আবিষ্কৃত হয়েছে জাপানে। ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি। ‘ওকে গ্রান্ডমা’ নামে একটি ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে মানুষ এখন চাইলে নিজেদের প্রয়োজন ও আবেগ পূরণের জন্য একজন ‘দাদি’ ভাড়া নিতে পারেন।
এই উদ্যোগটি শুরু করেছে টোকিওভিত্তিক সংস্থা ক্লায়েন্ট পার্টনার্স। পরিষেবার আওতায় ৬০ থেকে ৯৪ বছর বয়সি প্রবীণ নারীরা নিযুক্ত হন—যারা রান্না, ঘর পরিষ্কার, সম্পর্ক-সংক্রান্ত পরামর্শ দেওয়া, কিংবা নিছক সঙ্গ দেওয়া থেকে শুরু করে বিয়ে, খেলাধুলা বা সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতেও প্রস্তুত।
একাকীত্ব দূর করতে এটি খুব প্রয়োজনীয় একটি পরিষেবা। জাপানের শহরাঞ্চলে অনেকেই নিঃসঙ্গতায় ভোগেন। এমন পরিস্থিতিতে একজন ‘দাদি’ হয়ে ওঠেন পারিবারিক উষ্ণতার প্রতীক। এ ছাড়াও প্রবীণ নারীদের জন্য কর্মসংস্থান তৈরি হয়। যারা অবসরের পরও সমাজের কাজে যুক্ত থাকতে চান, তাদের জন্য এটি অর্থ উপার্জন ও সামাজিক সম্পৃক্ততার এক দারুণ পথ।
এই পরিষেবার খরচও সাধ্যের বাইরে নয়। ঘণ্টাপ্রতি মাত্র ৩,৩০০ ইয়েন যা বাংলাদেশি মুদ্রায় ২৭০০ টাকা। অতিরিক্ত ৩,০০০ ইয়েন পরিবহন ও অন্যান্য খরচ বাবদ।
জাপানে ৬৫ বছরের বেশি বয়সিদের সংখ্যা ক্রমেই বাড়ছে—এখন প্রতিজন ব্যক্তির মধ্যে অন্তত একজন প্রবীণ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ওকে গ্রান্ডমা’ শুধু ব্যবসা নয়, বরং এক আন্তঃপ্রজন্ম সেতুবন্ধন তৈরি করছে।
সামাজিক বিশ্লেষক মারিকো তানাকা বলেন, এটি শুধু একটি সার্ভিস নয়, বরং সমাজের ছিন্ন হয়ে যাওয়া বন্ধনগুলো আবার জোড়া লাগানোর প্রচেষ্টা।
সোর্স: যুগান্তর
মন্তব্য করুন: