ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

চীনা পণ্যে শুল্ক বৃদ্ধিতে বেকায়দায় মার্কিন নির্মাতারা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫ ১৩:০৪ পিএম

ফাইল ছবি

মার্কিন গাড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক্স সব শিল্পই চীনা সরঞ্জামের উপরই নির্ভরশীল। রোববার ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

চীনা পণ্যে ব্যাপক শুল্ক আরোপের ফলে মার্কিন শিল্প উৎপাদন বাড়ানোর ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ধাক্কা খাবে। সেখানকার শিল্পগুলো চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

কয়েক মাস ধরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটি। যদিও মার্কিনিরা সম্প্রতি তাদের সুর নরম করতে শুরু করলেও বেইজিং এখনও অটল। ইতোমধ্যে, শেয়ার বাজারে (তিন অঙ্কের) বিপর্যয় ডেকে এনেছে এবং বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে।

ট্রাম্প দাবি করেন, মার্কিন উৎপাদনের ‘স্বর্ণযুগ’ প্রবেশ করতে তার বাণিজ্য নীতিলো অত্যাবশ্যক। কিন্তু বাণিজ্য বিশেষজ্ঞগণ এবং কোম্পানিরা মনে করে বর্ধিত শুল্ক আসলে কিছু শিল্পের ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে সংকটময় করে তুলবে।
মার্কিন শিল্প কারখানাগুলো ‍শুধু খেলনা বা ল্যাপটপ তৈরিতে নয় বরং গাড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক্স সবকিছু তৈরির জন্য চীনা সরঞ্জামের উপরও নির্ভরশীল।

অর্থনীতিবিদ এবং বাইডেন প্রশাসনের শিল্প কৌশল বিষয়ক প্রাক্তন সিনিয়র উপদেষ্টা সুসান হেলপারের মতে, শিল্পখাতে চীনের বিপুল সক্ষমতা রয়েছে। সাধারণভাবে মার্কিন যন্ত্রপাতি খাতের অবস্থা ভাল নয়। গত দশকে, চীনের যন্ত্রপাতি শিল্প বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করেছে।

চায়না মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশনের তথ্যানুযায়ী ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত চীনের রপ্তানি দ্বিগুণেরও অধিক বৃদ্ধি পেয়ে ৮৬৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

যদিও জার্মানি ঐতিহ্যগতভাবে উন্নত যন্ত্রপাতির ক্ষেত্রে শীর্ষস্থানীয় হলেও বিশেষজ্ঞদের মতে চীন প্রতিদ্বন্দ্বিতায় ইউরোপীয় সাথে দ্রুত ব্যবধান কমিয়ে ফেলেছে।

ইউরোপীয় বিশেষজ্ঞরা মনে করেন কোনোভাবেই মার্কিন শিল্পকারখানায় চীনকে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই।

সোর্স: আমার দেশ




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর