[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

দুবাইয়ে যৌন চক্রের মূল হোতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অসহায় নারীদের শোষণ ও যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে একটি আন্তর্জাতিক চক্রের মূল হোতা চার্লস ‘অ্যাবি’ মোসিগাকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে। প্রতিবেদনের পরই ইউএইর গোয়েন্দা সংস্থাগুলো অভিযান শুরু করে।

তবে কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার নিশ্চিত করেনি। তাকে আদালতে তোলা হয়েছে কি না কিংবা অভিযোগ গঠন হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি। একটি সূত্রের দাবি, মোসিগাকে আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মোসিগা বলেছিলেন, সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলার দরে নারী সরবরাহ করতে পারবেন এবং তাদের দিয়ে যেকোনো কিছু করানো সম্ভব। এই বক্তব্য চক্রটির ভয়াবহ কার্যক্রমকে প্রকাশ্যে আনে।

উগান্ডার বেশ কয়েকজন তরুণী অভিযোগ করেছেন, চাকরির প্রলোভনে দুবাইয়ে নিয়ে আসার পর তাদের যৌনকর্মে বাধ্য করা হয় এবং জিম্মি করে রাখা হয়।

এদিকে ইউএইতে উগান্ডা দূতাবাস জানিয়েছে, মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। মোসিগার বিরুদ্ধে আগেই ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর