[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

গাজাগামী ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলার নিরাপত্তায় সামরিক জাহাজ পাঠালো স্পেন-ইতালি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ফ্রিডম ফ্লোটিলা নামে গাজার উদ্দেশে যাত্রারত ত্রাণবাহী নৌবহরের নিরাপত্তায় সামরিক জাহাজ পাঠিয়েছে স্পেন ও ইতালি। বুধবার এক প্রতিবেদনে জানানো হয়, ইতোমধ্যেই জাহাজ দুটি বহরের দিকে রওনা হয়েছে। নৌযান দুটি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনাও করবে।

এর আগে তিউনিসিয়া ও গ্রিস উপকূলে একাধিকবার ড্রোন হামলার শিকার হয় ফ্লোটিলা। এতে কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এরপর মানবাধিকার কর্মীরা আন্তর্জাতিক সহায়তা চেয়ে আবেদন জানান। তাদের আহ্বানে সাড়া দিয়েই এ পদক্ষেপ নেয় ইউরোপের দুটি দেশ।

বার্সেলোনা থেকে রওনা হওয়া এই ফ্লোটিলায় প্রায় ৫০টি নৌযান রয়েছে। এটি গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলার পঞ্চম প্রচেষ্টা। এর আগের চারটি অভিযান ইসরায়েলি বাধায় ব্যর্থ হয়। এবারের বহরে রয়েছেন ৪৪ দেশের মানবাধিকারকর্মী, যার মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর