[email protected] রবিবার, ১৭ আগস্ট ২০২৫
১ ভাদ্র ১৪৩২

কবরের সংকটে গাজাবাসী!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ফাইল ছবি

গাজা উপত্যকার ব্যস্ততম একটি কবরস্থানে প্রতিদিনই দাফন করা হচ্ছে ইসরাইলি হামলায় নিহত । তবে এখানকার কবরের সংখ্যা সীমিত হলেও ফিলিস্তিনি মানুষের লাশের সারি দীর্ঘ।

তাই উপায় না পেয়ে এক কবরেই একাধিক মানুষকে দাফন করতে হচ্ছে গাজাবাসীর। গাজার প্রায় প্রতিটি কবরস্থানের চিত্র প্রায় একইরকম।

ইসরাইলি হামলায় চিরতরে হারিয়ে যাওয়া আপনজনদের জন্য সাড়ে তিন হাত জায়গার ব্যবস্থাও করতে পারেন না অনেকে। এ আক্ষেপ গাজার প্রায় প্রতিটি স্বজনহারা মানুষের মনে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন প্রায় ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি। বিপুল সংখ্যক মানুষকে কবর দেয়ার মতো পর্যাপ্ত জায়গাও রাখেনি দখলদাররা। ৎ

এরইমধ্যে উপত্যকাটির পূর্বাঞ্চলের বড় বড় কবরস্থানগুলো ইসরাইলিরা দখলে নিয়েছে বলে অভিযোগ ফিলিস্তিনিদের। এমনকি অনেক সময় কবরস্থানে জায়গা না পেয়ে রাস্তার ধারে কিংবা খোলা মাঠে সুবিধাজনক কোনো জায়গায় কবর দিতে হয় ফিলিস্তিনি মুসলিমদের।

এ পরিস্থিতিতে অনেক সময় গণকবরের ব্যবস্থা করতে হয় ফিলিস্তিনিদের। 

সোর্স: এখন টিভি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর