[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২

হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ফাইল ছবি

প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, তারা আশা করছে এই উদ্যোগ দেশের অনাবিষ্কৃত পর্যটনস্থল মানুষের কাছে তুলে ধরবে।

এদিকে সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য পারমিট ফি বেড়ে ১৫ হাজার ডলার হবে-যা প্রায় এক দশকের মধ্যে প্রথম বৃদ্ধি।

পর্বতারোহণ নেপালের জন্য একটি উল্লেখযোগ্য রাজস্ব উৎস। যেখানে বিশ্বের ১০টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি অবস্থিত। যেসব শৃঙ্গের জন্য ফি মওকুফ করা হবে সেগুলো নেপালের কর্ণালি এবং সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত, যার উচ্চতা ৫,৯৭০ মিটার থেকে ৭,১৩২ মিটারের মধ্যে। দুটি অঞ্চলই নেপালের অন্যতম দরিদ্র ও স্বল্পোন্নত প্রদেশগুলো মধ্যে পড়ে। 

তবে নেপালের প্রত্যন্ত অঞ্চলে ৯৭টি শৃঙ্গ বিনা মূল্যে আরোহণের উদ্যোগ যদি সফল হয়, তাহলে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কর্তৃপক্ষের পরিকল্পনা আছে কি না এবং সেই এলাকায় হঠাৎ করে পর্বতারোহীদের ভিড় সামলাতে স্থানীয়রা কতটা প্রস্তুত, তা এখনো পরিষ্কার নয়। 

সোর্স: এখন টিভি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর