[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্র–চীন শুল্কবিরতি বাড়ল আরো ৯০ দিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫ ১৫:০৮ পিএম

ফাইল ছবি

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্যযুদ্ধের শুল্কবিরতি আরো ৯০ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই বিরতি বহাল থাকবে। নতুন সময়সীমার ঘোষণা আসে উভয় পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে। ১২ আগস্ট বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১২ আগস্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে বাড়ান। এতে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করার পরিকল্পনা স্থগিত রাখবে, আর চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে। তবে উভয় পক্ষই বর্তমান শুল্ক কাঠামো— যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ৩০ শতাংশ এবং চীনে মার্কিন পণ্যে ১০ শতাংশ— বহাল রাখবে। 

হোয়াইট হাউস জানিয়েছে, এই অতিরিক্ত সময় বাণিজ্য ঘাটতি হ্রাস, ‘অন্যায্য বাণিজ্যনীতি’ মোকাবিলা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকার ইত্যাদি বিষয়ে গভীর আলোচনা করার সুযোগ দেবে।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর