[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ফাইল ছবি

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে স্থানীয় সময় ১০ আগস্ট সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে এক বৃদ্ধা নিহত হয়েছেন, কমপক্ষে ১৬টি ভবন ধসে পড়েছে এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন।

১১ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিন্দিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান।

ওই ভবন থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ধসে পড়া ভবনগুলোর বেশিরভাগই ছিল জরাজীর্ণ ও ব্যবহারহীন। আহতদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ নেই বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।

সোর্স: যুমনা 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর