ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপের পাঁচটি দেশ। আগুনে পুড়ছে স্পেন, গ্রীস, ফ্রান্স, পর্তুগাল এবং ইতালির বিস্তীর্ণ এলাকা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানায়। স্পেনের মধ্য-পশ্চিমাঞ্চলে বাতাসের তীব্রতায় দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। বনাঞ্চল থেকে আবাসিক এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।
অন্যদিকে, ৭৫ বছরের মধ্যে ভয়াবহতম দাবানল মোকাবেলা করছে ফ্রান্স। দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং ১৬০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে ব্যাপক সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ওদ অঞ্চলের এই দাবানল ১৯৪৯ সালের পর দেশটির সবচেয়ে ভয়াবহ। প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া বাইরু একে ‘অভূতপূর্ব মাত্রার বিপর্যয়’ বলে আখ্যায়িত করেছেন।
কেবল ফ্রান্সই নয়, এই গ্রীষ্মে গ্রিস, পর্তুগাল, স্পেন, তুরস্ক, রোমানিয়া ও যুক্তরাজ্যও ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে। এই দাবানলের প্রভাব তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের চেয়েও অনেক বেশি।
আগুন ও ধোঁয়া বায়ু দূষণের মাত্রা বাড়িয়ে দেয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আগুনের স্থান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
সোর্স: যুমনা
মন্তব্য করুন: