[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের সাথে কিছুতেই আপস করবেন না মোদী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

ভারতের পণ্যের ওপর মার্কিন শুল্ক আরো বাড়ানোর পর বেশ কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কারো সঙ্গে আপস করবে না বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় এ কথা বলেন মোদি। ৭ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শুল্ক যুদ্ধ প্রসঙ্গে এমন মন্তব্য করেন মোদী।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারতের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, খামারি ও জেলেদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপস করবে না। 

ভারত যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের কৃষিপণ্য রপ্তানি করে, আর এই খাতই ট্রাম্পের আরোপিত শুল্কে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। বাণিজ্য ঘাটতি মেটাতে যুক্তরাষ্ট্রও ভারতের বাজারে তাদের কৃষকদের তৈরি পণ্য রপ্তাতি করতে চায়। তবে মার্কিন পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে আমদানিকারকদের উল্লেখযোগ্য হারে শুল্ক গুনতে হয়। 

এর আগে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এরপরও ভারত রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দেন ট্রাম্প। গতকাল ৬ আগস্ট তা বাড়িয়ে পাল্টা শুল্ক মোট ৫০ শতাংশ করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।  

সোর্স: সমকাল 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর