[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

মারা গেছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

মারা গেছেন মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআর টিভি। মৃত্যুকালে সাবেক এই জেনারেলের বয়স হয়েছিল ৭৪ বছর। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হন মিন্ট সোয়ে।

এর আগে, দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। চিকিৎসাজনিত কারণে গেল এক বছর ধরে ছুটিতে ছিলেন তিনি। এরপরই ২০২৪ সালের জুলাইয়ে বর্তমান জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন মিন্ট সোয়ে। মিন অং হ্লাইং-এর অধীনে তাকে একজন জান্তা নেতা এবং বেশিরভাগই একজন আনুষ্ঠানিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হত।

উল্লেখ্য, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় মিন্ট সোয়ে সরাসরি যুক্ত থাকার কারণে মিন অং হ্লাইং-এর সাথে তার ওপরও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রদান করেছিল। সেই নিষেধাজ্ঞার নোটিশে বলা হয়েছিল, তিনি মায়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিদের একজন ছিলেন।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর