[email protected] বুধবার, ৬ আগস্ট ২০২৫
২২ শ্রাবণ ১৪৩২

ইরানের পরমাণু কর্মসূচিতে সমর্থন পাকিস্তানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারে পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

৩ আগস্ট ইসলামাবাদে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির প্রশ্নে ইরানের পাশে রয়েছে পাকিস্তান।

ইরানি প্রেসিডেন্টের দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশ দুটির মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে।  এছাড়া বার্ষিক বাণিজ্য আট বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে দুই দেশ।

৩ আগস্ট পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল ও ইরানের শিল্পমন্ত্রী মোহাম্মদ আতাবাকের বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা হয়। জাম কামাল বলেন, ইরানের সঙ্গে ভৌগোলিক সান্নিধ্যকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে হবে। সীমান্ত এলাকায় অবকাঠামো ও বাণিজ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়েও একমত হয়েছে দুই পক্ষ।

সোর্স: সমকাল 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর