[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

শুরু হলো চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা ও পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। রোববার (৩ আগস্ট) শুরু হওয়া এই মহড়ার নাম ‘জয়েন্ট সি-২০২৫’। এটি তিন দিনব্যাপী চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার ভ্লাদিভোস্টক উপকূলে এই মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট। মহড়ার মূল লক্ষ্য হলো সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন-বিধ্বংসী অভিযান, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি। চীনের পক্ষ থেকে গাইডেড-ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ ‘শাওক্সিং’ ও ‘উরুমকি’সহ চারটি জাহাজ এতে অংশ নিয়েছে।

মহড়ার শেষে চীন ও রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে। এই যৌথ মহড়ার সূচনা হয়েছিল ২০১২ সালে। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মহড়ার উদ্দেশ্য হলো—দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলার পর থেকে চীন-রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

সোর্স: কালবেলা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর