[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

জাপানের “কিনমেমাই প্রিমিয়াম” শুধু একটি চাল নয়—এটি এক অনন্য অভিজ্ঞতা। ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে বিশ্বের সবচেয়ে দামি চাল হিসেবে স্বীকৃতি দেয়। এই চালের প্রতিটি দানা যেন নিখুঁত যত্নে গড়া একেকটি শিল্পকর্ম।

হংকংয়েরসুশি ফুজিমোতোরেস্তোরাঁর মালিক শেফ কেনিচি ফুজিমোতো প্রথমবার এই চালের স্বাদ নিতে গিয়ে ছিলেন সন্দিহান। কিন্তু রান্নার পর তিনি স্বীকার করেনএতে এমন গভীর স্বাদ সুবাস আছে, যা আগে কোনো চালে পাননি। তাঁর ভাষায়, “ভালো সুশির ৮০ শতাংশ নির্ভর করে চালের উপর।

ওয়াকায়ামা ভিত্তিক তোয়ো রাইস কর্পোরেশনের প্রেসিডেন্ট কেইজি সাইকা, যিনি বর্তমানে ৯১ বছর বয়সী, এই চালের উদ্ভাবক। জাপানি চালের গুণাগুণ বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই তিনিকিনমেমাই প্রিমিয়ামতৈরি করেন।কিনমেমাইঅর্থসোনালী অঙ্কুরিত চাল”—যা পুষ্টিগুণ স্বাদের দিক থেকে অনন্য।

প্রতি বছর মাত্র ,০০০ বাক্স উৎপাদিত হয়, যার প্রতিটির দাম প্রায় ১০,৮০০ ইয়েন বা ৭৩ ডলার। বাজারে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে যায়। অথচ সাইকা স্বীকার করেনএই চাল থেকে তারা প্রকৃত অর্থে লাভ করেন না। তাঁর লক্ষ্য ছিল জাপানি কৃষকদের উৎসাহ দেওয়া এবং বিশ্বের কাছে জাপানি চালের শ্রেষ্ঠত্ব তুলে ধরা।

দীর্ঘ গবেষণা আধুনিক প্রযুক্তির ফল এই চাল শুধু এক খাবার নয়এটি জাপানের সংস্কৃতি, ঐতিহ্য উদ্ভাবনের প্রতীক।কিনমেমাই প্রিমিয়ামতাই এক অনন্য উদাহরণযেখানে সাধারণ চালও বিলাসিতার গল্প বলে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর