যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা, সংবিধান , নাগরিক অধিকার আজ চরম হুমকির মুখে ও অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে —এমন সতর্কবার্তা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
৩১ জুলাই শিকাগোতে জাতীয় আইনজীবী সমিতি এর ১০০তম বার্ষিক সম্মেলনের বক্তৃতা তিনি এসব কথা বলেন।
১ আগস্ট দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বক্তৃতা বাইডেন বলেন, “আমরা এমন এক সময় অতিক্রম করছি, যা ১৯৬০ সালের পর সবচেয়ে সংকটময়। আমাদের গণতন্ত্র ও ন্যায়বিচার ব্যবস্থা সরাসরি আক্রমণের শিকার।” বাইডেন অভিযোগ করেন, বর্তমান প্রেসিডেন্ট এমন একজন, যিনি প্রকাশ্যে সংবিধান ভাঙার চেষ্টা করছেন।
বিচারক, আইনজীবী এবং সংখ্যালঘুদের অধিকার আজ রাজনীতির চাপে বিপন্ন হয়ে পড়েছে।বাইডেনের মতে, এই মুহূর্তে আইন প্রয়োগের চেয়েও বড় দায়িত্ব হলো মানবাধিকার ও সংবিধান রক্ষা করা। তিনি সতর্ক করেন, “যুক্তরাষ্ট্রে এখন চলছে অন্ধকার দিন”—যা দেশের ভবিষ্যতের জন্য এক বিপজ্জনক সংকেত।
সোর্স: আমার দেশ
মন্তব্য করুন: