[email protected] রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

পারস্য উপসাগরের নাম বদলাতে চান ট্রাম্প!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মে ২০২৫ ১৫:০৫ পিএম

ফাইল ছবি

পারস্য উপসাগরের নাম বদলাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে সৌদি আরব সফরের সময় এ পরিকল্পনা ঘোষণা করবেন তিনি। তার চাওয়া, যুক্তরাষ্ট্র এখন থেকে পারস্য উপসাগরকে আরব উপসাগর হিসেবে উল্লেখ করবে। ট্রাম্পের এই পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।

আরব দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ এই জলভাগের ভৌগোলিক নাম পরিবর্তনের জন্য চেষ্টা করে আসছে। অন্যদিকে ইরান তার দেয়া ঐতিহাসিক নামটি ধরে রেখেছে। ১৬ শতক থেকে পারস্য উপসাগর এই নামে পরিচিত।

ইরান পূর্বে পারস্য নামে পরিচিত ছিল। দেশটির সরকার ২০১২ সালে মানচিত্রে উপসাগরের নাম অন্তর্ভুক্ত না করার জন্য গুগলের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের গুগল ম্যাপে এই জলভাগকে পারস্য উপসাগর ও আরব উপসাগর উভয় নামেই চিহ্নিত করা হয়েছে। আর অ্যাপলের ম্যাপে এটাকে কেবল পারস্য উপসাগর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী বহু বছর ধরে তাদের বিবৃতি এবং ছবিতে একতরফাভাবে আরব উপসাগর নামটি ব্যবহার করে আসছে। ইরানিদের কাছে এই উপসাগরের নাম আবেগগতভাবে তাৎপর্যপূর্ণ, যারা পারস্য সাম্রাজ্যের শতাব্দী প্রাচীন ইতিহাসকে শ্রদ্ধা করে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ৭মে এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্পের পারস্য উপসাগরের নাম পরিবর্তনের পরিকল্পনা ইরান ও এর জনগণের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাবের ইঙ্গিত দেয় এবং তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন।’  

সোর্স: সময়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর